Thursday, April 21, 2016

সাধারণ জ্ঞান

- তোমার জন্য ছেলেটা উচ্ছন্নে গেছে।
- এটা আমার মাও আমার বাবাকে বলত, নতুন কিছু বল।
- ইয়ার্কি রাখো। ছেলেটার দিকে তো একবারও চেয়েও দেখোনা। কি করে না করে খবর রাখো?
- উফ, কি করেছে বল তো? সেই হাওড়া থেকে ৩ জনের সিটে ৫ জন বসে এলাম, ব্রিজে দুবার এল এস খেলাম, আর তুমি...
- সেই তো, তাস। ঐ তাস তোমার আপন হল? আর ছেলেটা কেউ না? কি অবস্থা হয়েছে জানো তুমি? ঈশ, ভাবলেই লজ্জা করে আমার।
- আবার কি করল? এই তো গত সপ্তাহে শুনলাম ক্রিকেট খেলতে গিয়ে ঘোষবাবুদের জানালার কাঁচ ভেঙেছে। তাঁর দু'দিন আগে নাকি পাশের পাড়ার টুকটুকিকে দেখে "দেখা হে পেহেলি বার" গেয়েছে, দু'বারই আমি ভালো রকম পিটিয়েছিলাম। আজ আবার কি করল? বল, আবার পেটাই।
- পিটিয়ে যদি লাভ হত!! ছি ছি, ওর পরীক্ষার খাতাটা দেখ একবার।
- ফেল করল নাকি? এতদিন তো ফেল করত না, হ্যাঁ ক্লাসে স্ট্যান্ড করে না ঠিক-ই, কিন্তু ফেল করতে তো দেখিনি। আজ হচ্ছে।
- না ফেল করেনি বটে, তবে "সাধারণ জ্ঞান"-এর খাতায় কি লিখেছে জান? টিচার খাতার সামনে বড় করে লিখে দিয়েছেন "হোপলেস"। - কি লিখেছে?
- প্রশ্ন এসেছিল "আগ্রার সবচেয়ে বিখ্যাত বস্তুটি কি?"
- কি লিখেছে? পেঠা তো?
- ওহ, আমার আর কিছু বলার নেই। এই বাবা হলে, তার ছেলে আর কি হবে?
- রাগ করছ কেন? কি লিখেছে?
- হাত মুখ ধুয়ে খেতে এস, আমি "নগরপারের রূপনগর" দেখতে গেলাম। যেমন বাপ, তেমনি ...
- (একান্তে) যাক, ছেলেটা ঠিক ঠাক মানুষ হচ্ছে।


Tuesday, April 12, 2016

আগুন

-- এক প্লেট মাটন বিরিয়ানি।
-- হবে না।
-- হবে না মানে? আপনাদের মাটন বিরিয়ানি নেই?
-- না, জানেনি তো আজ আগুন লেগেছিল, আমরা মাটন করছি না।
-- ধুর বাবা, মাটন ছাড়া বিরিয়ানি হয় নাকি? নিন, চিকেন বিরিয়ানি আনুন নাহয়। দুধের স্বাদ ইত্যাদি...
-- হবে না।
-- মানে? চিকেনও হবে না?
-- না। চিকেন, মাটন, ডিম কিচ্ছু হবে না। আজ আমাদের কোন আমিষ বিরিয়ানি হবে না।
-- তবে কি হবে?
-- ভেজ বিরিয়ানি, পনীর বিরিয়ানি, আলু বিরিয়ানি, সয়াবিন বিরিয়ানি, আপেল বিরিয়ানি, মোচার বিরিয়ানি।
-- আপেল? মোচা? এসব কি? এটা আরসালান তো?
-- একদম স্যার, এ ছাড়াও পাবেন বিরিয়ানি পাও।
-- বিরিয়ানি পাও আবার কি?
-- ঐ যে স্যার, আপনি যেমন বম্বেতে খান, বড়া পাও বা মিসেল পাও, সের'ম। মানে পাও এর মাঝে থাকবে ভেজ বিরিয়ানি।
-- কি? কি বললেন, আমাকে কলকাতায় বসে পাও খাওয়াবেন? আমার পিস্তলটা কই?

*****

-- অভিদা ওঠো, আর কত ঘুমাবে? জেমস টেলরকে নিয়ে লেখাটা শেষ হল?
-- পার্থ? তুই? আমি আরসালানে নেই?
-- আরসালান? ধুর, তুমি তো বম্বেতে আমাদের অফিসে।
-- আরসালানে আগুন লেগেছে জানিস? ওরা আর মাটন বিরিয়ানি করছে না।
-- যত আজে বাজে স্বপ্ন দেখা তোমার। লেখাটা জলদি দাও।
-- দাঁড়া আগে একবার আরসালান কে ফোন করে নিই। হ্যালো আরসালান?