Friday, March 4, 2016

চিমিচাঙ্গা এবং ...

- গুড মর্নিং পল্টু।
- গুড ইভনিং দাদাভাই। রাত্রে খাওয়া হয়ে গেছে?
- পেট ভরা ছিল রে, তাই বিশেষ কিছু খাইনি। তোকে আজ চিমিচাঙ্গার গল্প বলব।
- সেটা কি রে?
- একটা মেক্সিকান খাবার। আজ প্রথম খেলাম। উফ, কি খেতে রে। মাংস দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, চিজ দিয়ে, উফ ... সঙ্গে একটা সাদা সস, নাম নাকি সাউর ক্রিম আর সবজি। যা খেতে না!!
- হেব্বি বল? শুনেই তো লোভ হচ্ছে। একটা ছবি তুলে রাখতে পারতিস তো? মেল করে পাঠাতিস।
- সরি রে, ভীষণ ভুল হয়ে গেছে। পরেরবার খেলে নিশ্চয় তুলব।
- খুব দামি জিনিস?
- তেমন দাম না রে, ৭ টাকা লাগল।
- ৭ টাকা? আমাদের ভারতের টাকা ওখানে চলে?
- আরে না না, আমরা বাঙ্গালীরা এখানে ডলার কে টাকাই বলি। ৭ ডলার দাম।
- সে তো অনেক রে, প্রায় পাঁচশ টাকা।
- ওভাবে ভাবিস না। তাহলে এখানে সব কিছুই তোর দামী লাগবে। তুই এখানে এলে তোকে নিশ্চয় খাওয়াব।
- ধুর, আমি কবে যাই।
- তোকে বলেছিলাম এবার জি আর ই -র পড়াশোনা শুরু করতে, করলি? আমার ব্যারন্সটা তো বাড়িতেই আছে।
- পড়ব রে, আসলে ঐ অত ইংরেজি শব্দ মুখস্ত করতে ভয় করে।
- আরে আমার কার্ডগুলো ব্যবহার কর, সুবিধা হবে।
- ঠিক আছে।
- আর ওদিকের কি খবর? মা কি করছে? বাবা?
- মা তো সকালে উঠেই রান্নাঘরে, বাবা পেপার পড়ছে।
- তুই প্রিয়াঙ্কাকে প্রপোজ করতে পারলি? কাল তো বলেছিলি করবি?
- না রে, ভয় পেয়ে গেলাম।
- যা শালা, কাল যে বললি দেখা করবি, ওর কলেজ থেকে দুজনে মিলে কোথায় যাবি, তারপর ...
- হ্যাঁ রে, ওর কলেজের সামনে গিয়েছিলাম। তারপর প্ল্যান ছিল কৃষ্ণসায়র পার্কে গিয়ে ওকে বলব, কিন্তু পার্কে যাওয়ার কথা বলতেই ভয় হল, যাওয়াও হল না।
- ধুর, তুই একটা অপদার্থ। কিস্যু হবে না। এত ভয় পেলে চলে? তারপর কি করলি? উইমেনস কলেজের গেটের সামনে দাঁড়িয়ে ভ্যারেণ্ডা ভাজলি?
- নাহ, ঐ তেলেভাজার দোকানে গিয়ে আলুর চপ আর ফুলুরি খেলাম।
- কোন দোকান?
- ঐ তো সত্য ফার্মেসীর পাশে, উইমেনস কলেজের গেট থেকে বেড়িয়েই। তুই তো জানিস দোকানটা। সেই বাবা ছোটবেলায় আমাদের জন্য আলুর চপ নিয়ে আসত, মা রাগারাগি করত, আর তুই আর আমি মারামারি করতাম খাওয়ার জন্য। সেই দোকানটা।
- পল্টু প্লিজ।
- কি হল দাদাভাই?
- তুই প্রিয়াঙ্কার সঙ্গে ঘুরতে যা, প্রপোজ কর, প্রেম কর, সব গল্প আমি শুনছি। কিন্তু ঐ তেলেভাজার গল্প বলিস না। দেড় বছর হয়ে গেল বাড়ি যাইনা, বড্ড মিস করছি রে। ঐ দোকানটা পৃথিবীর বেস্ট তেলেভাজা বানায়।
- জানি দাদা।
- আমাকে আর ঐ আলুর চপের গল্প বলিস না। পরের বার বাড়ি গেলে প্রথমেই দুজন মিলে ওখানে গিয়ে খাব কেমন?
- ঠিক আছে দাদা। তবে তুই আমায় চিমিচাঙ্গার গল্প বলতে পারিস। বেশ লাগে।

1 comment:

  1. Bhalo hoyeche... tobe Tanmay er dhnache ekta twist ante partis!

    ReplyDelete